রাষ্ট্রীয় মালিকাধীন তেল কোম্পানি পেট্রোবাস থেকে অর্থ সরিয়ে নিতে সন্ত্রাসী সংগঠন গড়ার দায়ে ব্রাজিলের প্রাক্তন দুই প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ও দিলমা রৌসেফকে অভিযুক্ত করা হয়েছে।
লুলা দ্য সিলভার পর ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্বে আসেন একই দল ওয়ার্কাস পার্টির নেতা রৌসেফ। বাজেট আইন লঙ্ঘণ করায় ২০১৬ সালে অভিশংসনের শিকার হন তিনি। লুলার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এবার লুলার সঙ্গে রৌসেফের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে।
একই অভিযোগে লুলা-রৌসেফের দল ওয়ার্কাস পার্টির আরও ছয় সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। আইনজীবী রদ্রিগো জ্যানট বলেন, লুলা দ্য সিলভা-রৌসেফসহ ওয়ার্কাস পার্টির আট সদস্য রাষ্ট্রীয় মালিকাধীন তেল কোম্পানি পেট্রোবাস নিয়ে দুর্নীতি, মানি লন্ডারিংসহ বহু দূর্নীতি করেছেন।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা