একটি বিলুপ্তপ্রায় সুমাত্রা প্রজাতির বাঘকে হত্যা করে তার ভেতরের সব অঙ্গপ্রত্যঙ্গ বের করে নিয়েছেন ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার হাতুপানগানের আধিবাসীরা। তারা এটা করেছিল কারণ তাদের মনে হয়েছে বাঘটি 'অতিপ্রাকৃত' কিছু যা ইচ্ছে মতোই রূপ বদল করতে পারে। ওই বাঘটিকে হত্যার পর ঝুলিয়ে রেখেছে তারা।
বিশ্বে সুমাত্রা প্রজাতির মাত্র ৪০০টি বাঘ আছে। হত্যার শিকার বাঘটি ওই এলাকার আশেপাশে বেশ কয়েকসপ্তাহ ধরে ঘোরাফেরা করছিল। কিছু লোক ওই বাঘটিকে অনুসরণ করে তার ডেরায় পৌঁছে গিয়েছিল। রবিবার বাঘটি ওই দলের ওপর হামলা চালালে দু'জন গুরুতর আহত হয়। দেশটির বণ্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ বাঘকে আঘাত না করার আহ্বান জানিয়েছিল। কিন্তু বাঘটিকে শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না। সূত্র: স্কাই নিউজ
বিডি প্রতিদিন/৭ মার্চ, ২০১৮/ফারজানা