শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মঙ্গলবার ১০ দিনের জন্য জরুরি অবস্থা ও অবরোধ আরোপ করেন। মুসলিমবিরোধী দাঙ্গা যাতে না ছড়াতে পারে সে জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার ঘোষণায় কোনো ফল আসেনি।
আল জাজিরা বলছে, ওই ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই মসজিদে আগুন দেয়া হয়েছে। দোকানেও আগুন লাগানো হয়েছে। পাহাড়ি শহর ক্যান্ডির মাদাবালার এক বাসিন্দা বলেন, সিরিসেনার ওই ঘোষণার ঘণ্টাখানেক পর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তিনি একটি দোকান জ্বলতে দেখেছেন। ওই দোকানটি ছিল একজন মুসলিম ব্যক্তির।
দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দে রাজাপাকসে অভিযোগ করেছে বলেছেন, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। এতে ক্ষমতাসীন দল ইউএনপির অনিষ্ক্রিয়তাই প্রমাণ হয়। সরকার তাদের দায়িত্ব থেকে দূরে সরে গেছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ, ২০১৮/ফারজানা