ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সীমান্ত। আর তারই জের ধরে এবার ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
এ ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার চিরিকোট এলাকায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বলেছে, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তান ভূখণ্ডে অনধিকার প্রবেশের পর ভারতীয় ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়।
গত এক বছরে এ নিয়ে চারটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ