ক্ষমতাসীন দলের নেতা হিসেবে পুনঃনির্বাচনে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এর মধ্য দিয়ে তিনি জাপানের দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রে তার স্বপ্ন বাস্তবরূপ লাভ করতে যাচ্ছে। খবর এএফপি’র।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা নির্বাচনে ৬৩ বছর বয়সী রক্ষণশীল এ নেতা ৫৫৩ ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিজারু ইশিবা ২৫৪ ভোট পান। জাপানের আইনপ্রণেতা ও দলের সদস্যরা এ নির্বাচনে ভোট দেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম