পরমাণু ইস্যুতে নিষেধাজ্ঞার পাশাপাশি আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে উত্তর কোরিয়া। তবে জাতিসংঘের মতে, নিজেদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে কিম জং উনের দেশ । সেইসঙ্গে পিয়ংইয়ং সম্ভাব্য ‘ডিক্যাপটেশন’ স্ট্রাইক থেকে নিজেদের রক্ষা করতে বিমানবন্দর ব্যবহারসহ অন্যান্য সুবিধা নিচ্ছে বলেও জানা গেছে।
এছাড়া জাতিসংঘের বিশেষজ্ঞ দলের মতে, তেলের অবৈধ চালান, নিষিদ্ধ কয়লা বিক্রিসহ অস্ত্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে উত্তর কোরিয়া।
তাদের এই প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি দেশটি ডিক্যাপটেশন স্ট্রাইক প্রতিরোধের লক্ষ্যে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সভা এবং পরীক্ষা চালাতে দেশটির বিমানবন্দর ব্যবহারসহ বেশকিছু সামরিক সুবিধা ব্যবহার করছে।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী উত্তর কোরিয়া প্রতি বছর চার মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং পাঁচ লাখ ব্যারেল পরিশোধিত তেল আমদানি করতে পারবে। প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ তেল আমদানি, কয়লা রফতানি এবং বিপুল পরিমাণ নগদ টাকা চোরাচালানের মাধ্যমে এই নিষেধাজ্ঞা ভঙ্গ করছে দেশটি।
আরও বলা হয়, উত্তর কোরিয়া অস্ত্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় এবং ইয়েমেন, লিবিয়া ও সুদানের হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ