নিত্যদিন পরমাণু অস্ত্র পরীক্ষার জায়গা পরিবর্তন করছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এমনটাই দাবি করেছে জাতিসংঘ। আর কিছুদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে দ্বিতীয় বৈঠক হওয়ার কথা। এর মধ্যেই জাতিসংঘের তরফে এই তথ্য প্রকাশ্যে এল।
সামরিক হামলার সময়ে পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি এক প্রতিবেদনে জানান জাতিসংঘের পর্যবেক্ষকরা। পর্যবেক্ষকদের বক্তব্য, ‘‘নিষেধাজ্ঞা উড়িয়ে জাহাজে করে পেট্রোলিয়ামজাত পণ্য ও কয়লার আমদানি বাড়াচ্ছে উত্তর কোরিয়া।’’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর