ভারতের যুদ্ধবিমানের আটক পাইলট অভি নন্দনকে মুক্তি দিয়েছে পাকিস্তান। প্রায় ৬০ ঘণ্টা পর ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে পাইলট অভি নন্দনকে হস্তান্তর করে পাকিস্তান কর্তৃপক্ষ। শুক্রবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াঘাহ সীমান্ত দিয়েই ভারতে ফেরেন অভি নন্দন।
এদিকে সেই পালটের জন্য আবারও গর্ব করলেন মোদি। পাইলট অভি নন্দন বর্তমানকে ট্যুইটের মাধ্যমে স্বাগত জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'স্বাগত, উইং কমান্ডার অভিনন্দন। জাতি আপনার অনুকরণীয় সাহসের জন্য গর্বিত। ১৩০ কোটি ভারতবাসীর জন্য আমাদের সশস্ত্র বাহিনী অনুপ্রেরণা। বন্দে মাতরম।'
অন্যদিকে পাইলট অভি নন্দনকে স্বাগত জানাতে ভোলেননি ভারতের সাবেক রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, কংগ্রেস প্রধান রাহুল গান্ধী, রাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহসহ আরও অনেকে।
এর আগে শুক্রবার দেশটির কন্যাকুমারীর সভায় মোদি বলেন, 'দেশের গর্ব উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তামিলনাড়ুর বাসিন্দা অভিনন্দন। এর জন্য এরাজ্যের গর্ব হওয়া উচিত। পাশাপাশি দেশকে প্রথম নারী প্রতিরক্ষা মন্ত্রী দিয়েছে এরাজ্যে। এর জন্যও দেশকে গর্বিত করেছে তামিলনাড়ু।'
বিডি প্রতিদিন/হিমেল