কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি এক আত্মঘাতী বোমা হামলায় ভারতের একটি আধাসামরিক বাহিনীরর ৪৪ জওয়ান নিহত হয়েছিলেন। পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে। এরপর থেকেই উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। চলছে পাল্টাপাল্টি অভিযোগ আর হামলা।
এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার কিডনি বিকল হওয়ার রোগে ভুগছেন। রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে।
এ ব্যাপারে ভারতের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে, মাসুদ আজহার কিডনি বিকল হওয়ার রোগে ভুগছেন। তাকে নিয়মিত হাসপাতালে ডায়ালাইসিস করতে হচ্ছে।
এর আগে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশি বলেছিলেন, মাসুদ আজহারি ভালো নেই। এরপরেই ভারতীয় কর্মকর্তারা এমন খবর দিয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ