পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একজন বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীন।
পাকিস্তানের কয়েকটি বেসরকারি টেলিভিশনে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ভারত-পাকিস্তান নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন চীনের বিশেষ দূত।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেসকেও ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছে পাকিস্তান।
দেশ দুটির চলমান উত্তেজনা কমিয়ে আনতে চীনের এই উদ্যোগ।
কাশ্মীরে জঙ্গি হামলায় ৪৪ ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর থেকে দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান ভূ-খণ্ডেও আক্রমণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন