পাকিস্তানের মাটিতে ভারতীয় বিমান বাহিনীর অভিযান নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। পঞ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর পর এবার সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখানো মালদহের সাংসদ মৌসম নূরও এয়ার স্ট্রাইকের সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন।
পুলওয়ামার জঙ্গি হামলার ১২ দিনের মাথায় পাকিস্তানের মাটিতে পাল্টা আঘাত হানে ভারতীয় বিমান বাহিনী। ১২টি মিরাজ-২০০০ যুদ্ধ বিমানের সাহায্যে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসা হয়েছে বলে জানায় কেন্দ্র।
শুক্রবার মালদহের পুখুরিয়াতে নির্বাচনী প্রস্তুতি সভায় মৌসম বলেন, যেভাবে বিজেপি ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক নিয়ে রাজনীতি করছে তাতে ভারতীয় সেনার গড়িমা নষ্ট হচ্ছে। পাকিস্তানে সেনার অপারেশন আদৌও কি হয়েছে? হলে কতজন মারা গেছে তার প্রমাণ দেয়া উচিত সরকারের।
মৌসম আরও বলেন, বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে ওখানে যা হয়েছে তার থেকে অনেক বেশী অতিরঞ্জিত করে দেখাচ্ছে সরকার। আর এই নিয়ে বিজেপি তাদের নির্বাচনী প্রচার করছে। যা দেশের পক্ষে ভয়ঙ্কর। তিনি বিমান বাহিনীর কমান্ডার অভিনন্দনের ভারতে ফিরে আসায় অভিনন্দন জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/০২ মার্চ ২০১৯/আরাফাত