ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনায় নিরাপত্তার অজুহাতে বন্ধ হয়ে যাওয়া ‘সমঝোতা এক্সপ্রেস’ ট্রেনটি আবারও চালু হচ্ছে। রবিবার থেকে দিল্লি থেকে লাহোরগামী সমঝোতা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।
গত বৃহস্পতিবার নিরাপত্তার অজুহাতে লাহোর থেকে অমৃতসারগামী যাত্রীবাহী ট্রেন সার্ভিসটি বন্ধ করে দেয় পাকিস্তান।
এদিকে প্রায় ৬০ ঘণ্টা পরে পাকিস্তান থেকে ভারতের মাটিতে পা রাখেন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। এরপরই দু’দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া সমঝোতা এক্সপ্রেস পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় দুই প্রতিবেশী দেশ।
জানা গেছে, আগামীকাল (৩ মার্চ) রবিবার ভারতের রাজধানী দিল্লি থেকে লাহোরের উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। অন্যদিকে, সেই ট্রেনটিই আবার ফিরবে আগামী সোমবার লাহোর থেকে।
গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করে ভারত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় যুদ্ধবিমান। এরপরই দু’দেশের মধ্যেকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন