কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি এক আত্মঘাতী বোমা হামলায় ভারতের একটি আধাসামরিক বাহিনীরর ৪৪ জওয়ান নিহত হয়েছিলেন। পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে। এরপর থেকেই উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। চলছে পাল্টাপাল্টি অভিযোগ আর হামলা।
এরই মধ্যে কয়েকদিন আগেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছিলেন, তাঁদের দেশেই আছে জইশ প্রধান মাসুদ আজহার। তবে গুরুতর অসুস্থ মাসুদ। তবে আজ কিছু গণমাধ্যম দাবি করতে থাকে, মাসুদের মৃত্যু হয়েছে। কেউ বলে, অসুস্থতার জেরে মৃত্যু! কেউ বা বলে, ভারতের সেনা অভিযানেই নাকি প্রাণ গেছে তার। কিন্তু খবরের সত্যতা নিশ্চিত করেনি ভারাত-পাকিস্তান কোন সরকারই। রাতের দিকে জইশ-ই-মহম্মদের তরফে এক বিবৃতি দিয়ে দাবি করা হয়, মাসুদ সুস্থই রয়েছে।
পাকিস্তানের একটি চ্যানেলও দাবি করেছে, মাসুদ বেঁচে আছে এবং ভাইরাল হয়ে যাওয়া খবরটি ‘ভুল’। পাকিস্তানের চ্যানেলের দাবি, জইশ প্রধানের পরিবারের ঘনিষ্ঠ সূত্রেই তারা জেনেছে, মাসুদ জীবিত। পাকিস্তান সরকার অবশ্য চুপ। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধরিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এ ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে কোন খবর নেই।’’ রাত পর্যন্ত ভারত সরকারও কিছু বলেনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ