১৯৪৭ সাল থেকেই স্বাধীন বালুচিস্তানের দাবি করে আসছে এখানের বাসিন্দারা। নিজেদের এলাকার সম্পদের উপর বালুচদের অধিকার ও স্বাধীন বালুচস্তানের দাবি নিয়ে বেশ কয়েক বছর ধরে কন্দোল এবং লড়াই চালিয়ে যাচ্চে বালোচরা৷ পাকিস্তানের আর্মি কঠোর হাতে এই আন্দোলন দমন করে আসছে।
তারই জের ধরে পাকিস্তানি আর্মি ক্যাম্পে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করার দাবি করল আজাদ বালুচিস্তানের দাবিদাররা। বালুচিস্তান রিপাবলিক আর্মির পক্ষ থেকে সম্প্রতি দাবি করা হয়েছে, মান্ড এলাকাতে তিনটি পাকিস্তান আর্মির ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে তারা।
২৬ ফ্রেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট সেক্টারে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বিমান বাহিনী। এর একদিন পরেই মান্ডতে পাকিস্তান সেনার ক্যাম্প আক্রমণ করে তিনটিকে গুঁড়িয়ে দেয় বালুচিস্তান রিপাবলিক আর্মি। তার ভিডিও প্রকাশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ