নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়। আরেকজন হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মারা যান।
জানা গেছে, ইসলামিক সেন্টার মসজিদে হামলাকারীর কাছ থেকে অস্ত্র নিয়েছেন এক যুবক। ফলে সেখানে বড় রকমের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাহসী সেই যুবকের নাম আবদুল আজিজ। ৪৮ বছর বয়সী আজিজের পরিচয় শুক্রবার জানা না গেলেও এক প্রত্যক্ষদর্শীর বরাতে তার অস্ত্র কেড়ে নেয়ার গল্প জেনে যায় বিশ্ববাসী।
মার্কিন সংবাদমাংধ্যম স্কাই নিউজ ইতোমধ্যেই সাহসী সেই ব্যক্তির সাক্ষাৎকার প্রকাশ করেছে। আবদুল আজিজ বলেছেন, শুক্রবার মসজিদে নামাজের সময় আমি গোলাগুলির শব্দ শুনতে পাই। আমি ছিলাম লিনউড ইসলামিক সেন্টারের পাশেই। গুলির শব্দ শুনে দৌঁড়ে সেখানে যাই। গাড়ি পার্কিংয়ের জায়গায় হামলাকারীকে দেখতে পাই।
তিনি আরও বলেন, আমি যখন বাইরে যাই, তখন সন্তানরা আমাকে বাধা দেয়। তারা চিৎকার করে বলতে থাকে ভেতরে যাওয়ার জন্য। কিন্তু আমি সন্তানদের বলি, তোমরা ভেতরে যাও আমি ঠিক আছি।
আজিজ আরও বলেন, আমি হামলাকারীকে দেখে চিৎকার করতে শুরু করি যে, এদিকে আসো, আমি এখানে, আমি এখানে। এভাবে বলে তার মনযোগ আমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করি। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম যেন সে মসজিদের ভেতরে যেতে না পারে।
তিনি আরো বলেন, আমার হাতে ছিল একটি শটগান। তারপর আমি দেখলাম, সে তার হাতে থাকা বন্দুকটি নিচে রেখে দৌঁড়ে পালানোর চেষ্টা শুরু করল। কিন্তু আমি তাকে ধরে ফেললাম।
তবে আজিজের হাতে থাকা শটগানে কোনো বুলেট ছিল না। সেই সুযোগে হামলাকারী গাড়িতে গিয়ে বসে সাথে সাথে জানালা বন্ধ করে দেয়। আজিজ তার হাতে থাকা অস্ত্রটি হামলাকারীর গাড়ির দিকে ছুড়ে মারেন।
তবে ট্রাফিক সিগনাল না পাওয়ায় গাড়ি সামনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তখন গাড়ি থেকে বের হয়ে পুনরায় দৌঁড়ে পালিয়ে যান হামলাকারী।
বিডি প্রতিদিন/এ মজুমদার