২০ মে, ২০১৯ ১১:২১

চুরির ঘটনা ফাঁসের হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রে নাবালিকাকে হত্যা

অনলাইন ডেস্ক

চুরির ঘটনা ফাঁসের হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রে নাবালিকাকে হত্যা

আরিয়ানা ডায়াজ

টানেলের ভিতর এক নাবালিকার দেহ উদ্ধারকে ঘিরে তোলপাড় যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের প্রিন্স জর্জ কাউন্টি। নাবালিকার নাম আরিয়ানা ফিউনস ডাইয়াজ। পুলিশ সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র এবং বেস বলের ব্যাট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে ১৪ বছরের আরিয়ানাকে। 

যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের একজন নাবালিকা এবং বাকি দুই জন নাবালক। ইতিমধ্যেই পুলিশ ১৬ বছরের জোসুয়ে ফুয়েন্টেস, ১৭ বছরের জোয়েল এস্কোবার এবং ১৪ বছরের সিন্থিয়া হার্নান্ডেজ নুকামেদিকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনায় যে চতুর্থ এক ব্যক্তিরও হাত রয়েছে, এই ব্যাপার পরিষ্কার পুলিশের কাছে। কিন্তু এখনও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। 

ঘটনাটি ঘটে গত ১৮ এপ্রিল। ম্যারিল্যান্ডের ব্যস্ত রাস্তায় আরিয়ানার ব্যাগ ছিনতাই করে এই দল। আর এই দলকে খুব ভাল করেই চিনত আরিয়ানা। পুলিশে অভিযোগ জানাতে যাচ্ছিল আরিয়ানা। তারপরই ঘটে যত বিপত্তি। পরের দিন অর্থাৎ ১৯ এপ্রিল তাকে মেট্রো স্টেশন থেকে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় তারা। সেখানে বেসবলের ব্যাট এবং একটি ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করে আরিয়ানাকে। 


বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর