১৮ জুন, ২০১৯ ১৬:৪২

সৌদিতে ফের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

সৌদিতে ফের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদিতে ফের ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার আবহার আবাসিক এলাকা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আরব বিমান প্রতিরক্ষা বাহিনী। খবর সৌদি গেজেট'র।

সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জোটের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগেই সফলভাবে ড্রোন দু'টি ভূপাতিত করা সম্ভব হয়েছে। ফলে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে গত সপ্তাহেও আবহা এলাকায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সে সময় বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথিরা। তারপর থেকেই দেশের বাইরে রয়েছে তিনি। তাকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। সে কারণেই সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর