চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট গত ২ আগস্ট নতুন করে চীনা পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের আমদানি করা ৭৫ বিলিয়ন ডলারের পণ্যে নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন। শুক্রবার চীনের ট্যারিফ কমিশন নতুন করে শুল্ক আরোপের এ ঘোষণা দেয়।
চীনের স্মার্টফোন, পোশাকসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন করে শুল্ক কার্যকর হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র এর আগেও চীনের হাজার হাজার কোটি ডলারের রফতানি পণ্যে শুল্ক দিয়েছিল। বেইজিংও পরে মার্কিন পণ্যেও পাল্টা শুল্ক বসায়।
এদিকে, চীনের শুল্ক বিষয়ক রাষ্ট্রীয় পরিষদ জানিয়েছে, নতুন এই শুল্ক আরোপ হবে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত। এবার নতুন করে ৫ হাজার ৭৮টি পণ্যে এই শুল্ক আরোপ করা হবে। যা শুরু হবে চলতি বছরের ১ সেপ্টেম্বর এবং ১৫ ডিসেম্বর।
দুই দেশের এই ‘শুল্কযুদ্ধ’ বিশ্ব বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে- বিশ্লেষকদের এমন আশঙ্কার মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা কমাতে চলতি বছর ওয়াশিংটন ও বেইজিং কয়েক দফা বৈঠকও করেছে। সম্প্রতি দুই দেশের প্রতিনিধিদের সর্বশেষ বৈঠকের পরই ট্রাম্প নতুন করে আরও ৩০ বিলিয়ন ডলারের চীনা পণ্যে শুল্ক বসানোর ঘোষণা দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার