২৪ আগস্ট, ২০১৯ ১১:৩৬

উত্তপ্ত আমেরিকা ও চীন সম্পর্ক, পাল্টাপাল্টি শুল্ক আরোপ

অনলাইন ডেস্ক

উত্তপ্ত আমেরিকা ও চীন সম্পর্ক, পাল্টাপাল্টি শুল্ক আরোপ

পাল্টাপাল্টি শুল্ক আরোপের লড়াইয়ে নেমেছে আমেরিকা ও চীন। যুক্তরাষ্ট্রের আমদানি করা ৭৫ বিলিয়ন ডলারের পণ্যে চীনের শুল্ক আরোপের ঘোষণার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা ৫৫ হাজার কোটি ডলারের পণ্যে অতিরিক্ত আরও ৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা বাণিজ্যে যুদ্ধে দু’টি দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেলো। খবর সিএনএন এর।

আমেরিকার আগের আরোপ করা শুল্কের প্রতিক্রিয়ায় শুক্রবার বেইজিং নতুন করে শুল্ক বসানোর কয়েক ঘণ্টা পর ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি এক টুইট বার্তায় চীন থেকে সব আমেরিকান কোম্পানির কার্যক্রম গুটিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ভারসাম্যপূর্ণ বাণিজ্যের বিষয়ে আগের প্রশাসনগুলো চীনকে এতখানি ছাড় দিয়েছে যে তারা আমেরিকার করদাতাদের জন্য বড় বোঝা হয়ে উঠেছে। প্রেসিডেন্ট হিসেবে, আমি আর এটা হতে দিতে পারি না।

উল্লেখ্য, গত ২ আগস্ট আরও ৩০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার চীনের ট্যারিফ কমিশন নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দেয়। চীনের শুল্ক বিষয়ক রাষ্ট্রীয় পরিষদ জানায়, নতুন এই শুল্ক আরোপ হবে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত। চীনের এই ঘোষণার পরই পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল আমেরকিাও। এর মাধ্যমে বাণিজ্যে যুদ্ধে জড়িয়ে পড়া বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বাড়বে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর