Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৫৫

মোজাম্বিকে নির্বাচনী সমাবেশে পদদলিত নিহত ১০

অনলাইন ডেস্ক

মোজাম্বিকে নির্বাচনী সমাবেশে পদদলিত নিহত ১০

মোজাম্বিকে প্রেসিডেন্ট ফিলিপ নিউসির নির্বাচনী সমাবেশ চলাকালে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় নারী ও চার পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন।

বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় নামপুলা নগরীতে ছোট একটি স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এতো বেশি লোক জমায়েত হয়েছিল যে এটি শেষে বের হওয়ার সময় হুড়োহুড়ি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এ মর্মান্তিক ঘটনা ঘটলো।

ক্ষমতাসিন ফ্রিলিমো দলের এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনী সমাবেশে ‘দুর্ভাগ্যবশত আমাদের দলের ১০ সমর্থক মারা গেছে। এ ঘটনায় আর ৮৫ জন আহত হয়েছেন।

আগামী ১৫ অক্টোবর মোজাম্বিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে নিউসি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য