যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মটরস কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। সোমবার সকাল থেকে তারা কর্মবিরতির মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করছেন।
এ বিক্ষোভকে গত এক দশকের মধ্যে দেশটির সবচেয়ে বৃহৎ পরিসরে শ্রমিকদের কর্মবিরতি হিসেবে আখ্যা দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ইউনাইটেড অটো ওয়ার্কার্স এর পক্ষ দেয়া এক বিবৃতিতে সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরুর কথা বলা হয়েছে। জেনারেল মটরসের ৩১টি প্লান্টের ৪৬ হাজার কর্মীকে ঘরে থাকতে কিংবা কাজে যোগ না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
বিডি প্রতিনিধি/ফারজানা