২১ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৩৬

চাঁদে আজ থেকেই রাত, চূড়ান্তভাবে উধাও ভারতের চন্দ্রযান-২

অনলাইন ডেস্ক

চাঁদে আজ থেকেই রাত, চূড়ান্তভাবে উধাও ভারতের চন্দ্রযান-২

চাঁদের বুকে বিক্রমের সফট ল্যান্ডিং-এর চেষ্টা ব্যর্থ হওয়ার পর কেটে গেছে দু-সপ্তাহ। এই ১৪ দিন ধরে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের মরিয়া চেষ্টা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। কিন্তু তা সম্ভব হয়নি। এবার চাঁদে আঁধার ঘনিয়ে আসায় আর যে সম্ভব হবে না, তা চূড়ান্তভাবে উধাও।

১৪ দিনের মিশন লাইফ নিয়েই চাঁদে গিয়েছিল বিক্রম। কিন্তু চাঁদের বুকে নামার কয়েক মুহূর্ত আগে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর বিজ্ঞানীদের। রাত নেমে আসার পর সূর্যের আলোর অভাবে প্রয়োজনীয় শক্তি উত্‍পাদন করতে পারবে না বিক্রম। এছাড়া চাঁদে রাত নামায় তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তাই সেই সময় ল্যান্ডারের মেশিন ঠাণ্ডায় জমে যেতে পারে।

সেই কারণেই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ১৪ দিনে সময়সীমাই ধরেছিল ইসরো। শনিবার থেকেই রাত নামছে চাঁদে। এর ফলে বিক্রমের সঙ্গে যে আর যোগাযোগ স্থাপন সম্ভব নয়, তা স্পষ্ট। চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করা বিক্রমের ছবি পাঠিয়েছে চন্দ্রযান ২-এর অরবিটার। সূত্র : ইন্ডিয়া টাইমস।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর