ইরাকের প্রধানমন্ত্রী আদি আব্দুল মাহদি রাজধানী বাগদাদে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন। দেশের অব্যাহত অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ব্যাপক সহিংস বিক্ষোভ কর্মসূচি মুখে তিনি কারফিউ জারি করতে বাধ্য হলেন।
আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আব্দুল মাহদি বলেছেন, স্থানীয় সময় ভোর পাঁচটা থেকে রাজধানী বাগদাদের রাস্তায় সব ধরনের গাড়ি এবং লোকজনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে বিদেশি পর্যটক, বিমানবন্দর, অ্যাম্বুলেন্স সার্ভিস, সরকারি হাসপাতাল ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পানি বিভাগ এবং ধর্মীয় জিয়ারতকারীরা কারফিউয়ের আওতায় পড়বে না।
বিভিন্ন প্রাদেশিক গভর্নরকে নিজ নিজ প্রদেশে কারফিউ জারির ক্ষমতা দেয়া হয়েছে এবং পরিস্থিতি বুঝে তারা কারফিউ জারি করতে পারবেন। কারফিউ ঘোষণার আগে গতকাল সন্ধ্যায় ইরাকের প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। সেখানে তিনি সরকারি ও বেসরকারি সম্পত্তি রক্ষার তাগিদ দেন। তিনি বলেন, বিক্ষোভকারীদের বৈধ দাবি-দাওয়া পূরণের জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।
রাজধানী বাগদাদের পাশাপাশি নাসিরিয়া, আমারাহ এবং হিল্লা শহরে কারফিউ জারি করা হয়েছে। ইরাকজুড়ে বেকারত্ব এবং দুর্বলের সরকারি সেবার বিরুদ্ধে মঙ্গলবার থেকে সারাদেশে বিক্ষোভ শুরু হয়েছে এবং গতকাল তা সহিংস হয়ে ওঠে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক