কেনিয়ায় একটি বাসে সন্ত্রাসবাদী হামলায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের এক কর্মকর্তাও রয়েছেন। আল-কায়দার সঙ্গে যোগ থাকা আল-শাবাবই এই হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ।
সোমালিয়া সীমান্তের কাছে কোতুলো এলাকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনাটি ঘটে। ওয়াজির শহর থেকে মানদেরা শহরে যাওয়ার পথে একটি নির্জন স্থানে মেদিনা বাস কোম্পানির একটি গাড়িতে হামলা হয়।
পুলিশ জানিয়েছে, বাসটি থামানোর পর হামলাকারীরা বেছে বেছে সোমালি নয়, এমন যাত্রীদের হত্যা করে। ঘটনাস্থল কোতুলোর অধিকাংশ বাসিন্দা সোমালি নৃগোষ্ঠীর কেনিয়ান বলে জানিয়েছে তারা।
পুলিশের মুখপাত্র চালর্স ওউয়িনো জানান, স্থানীয় সোমালিদের থেকে অন্যদের আলাদা করে, ১০ জনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনী হামলাকারী বন্দুকধারীদের পিছু নিয়েছে এবং তদন্তে সহায়তার জন্য বাসটির চালক ও কন্ডাক্টরকে হেফজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
হামলার দায় স্বীকার করে আল শাবাব বলেছে, “নিরাপত্তা বাহিনীর চর ও সরকারি কর্মচারীসহ ১০ জনকে হত্যা করা হয়েছে।”
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ