৯ ডিসেম্বর, ২০১৯ ১৪:১৫

বাংলাদেশের পর এবার ভারতেও বিয়েতে পিয়াজ উপহার

অনলাইন ডেস্ক

বাংলাদেশের পর এবার ভারতেও বিয়েতে পিয়াজ উপহার

পিয়াজের দাম বৃদ্ধিতে বাংলাদেশের কোথায় কোথাও বিয়ের অনুষ্ঠানে পিয়াজ উপহার দিতে দেখা গেছে। এবার সেই একই ঘটনা দেখা গেল পাশের দেশ ভারতে। সেখানে পিয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি তামিলনাড়ুর কুড্ডালোরে এক নবদম্পতিকে প্যাকেটভরা পিয়াজ উপহার দিয়েছেন তাদের বন্ধুরা।

এনডিটিভির খবর, তামিলনাড়ুর কুড্ডালোর এক দম্পতি তাদের বিবাহে একটি 'অমূল্য' উপহার- পিয়াজের একটি তোড়া পেয়েছিলেন। রান্নাঘরের স্বাদ বাড়ানোর মশলাদার এই পণ্যটির দাম বাড়ছে, সপ্তাহ শেষে প্রতি কেজি ১৮০ রুপি ছুঁয়েছে।

এদিকে, ভাইরাল একটি ছবিতে দেখা যাচ্ছে, বিবাহের পোশাক পরিহিত এক হাস্যোজ্জ্বল দম্পতি তাদের বিয়েতে বন্ধুদের দেওয়া পিয়াজের একটি প্যাকেট ধরে আছেন। মনে হচ্ছে, পাশে থাকা তাদের বন্ধুরা পিয়াজের দাম নিয়ে মজাদার মন্তব্য করছেন। 

তবে আজ সোমবার তামিলনাড়ুতে পিয়াজের দাম ২০ রুপি কমে ১৬০ রুপিতে নেমেছে। পিয়াজের দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা অস্বাভাবিক বৃষ্টিকে দায়ী করেছেন।

এদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী বলেছেন, দুই সপ্তাহের মধ্যে পিয়াজের দাম স্বাভাবিক স্তরে ফিরে আসবে।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর