বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘বুর্জ খলিফা’। এ ভবনের টানে দুবাই যান বহু পর্যটক। এই আকাশসম ভবনের উপরে যদি বাজ পড়ে তাহলে সেই দৃশ্য কেমন হয় ? এবার আলোকচিত্রী জোহাইব আঞ্জুমের ক্যামেরায় সেই দৃশ্যই ধরা পড়ল! গত শুক্রবার ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আল্লাহ এ মুহূর্তটি তৈরি করেছেন।’
জানা যায়, দুবাইয়ে গত শুক্রবার থেকেই বৃষ্টি হচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে ডাকছে মেঘ। এমন আবহাওয়া সচরাচর দুবাইয়ে দেখা যায় না। কিন্তু আলোকচিত্রীর জোহাইব আঞ্জুমের ভাগ্য ভালো যে, তিনি দুবাইয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া পেয়েছেন। আর বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে বাজ পড়ার মুহূর্তেরও সাক্ষী হতে পেরেছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেন আঞ্জুম। বুর্জ খলিফার মাথায় বাজ পড়ার ছবিটি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করলে মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার