চীনের প্রথম নারী ট্রাক্টরচালক হিসেবে দেশটির অন্যতম ‘আইকনে’ পরিণত হওয়া লিয়াং জুন মারা গেছেন। সোমবার ৯০ বছর বয়সী এ নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ছেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
১৯৩০ সালে চীনের দুর্গম হেইলংজিয়াং প্রদেশের দরিদ্র পরিবারে জন্মান লিয়াং জুন; স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তার শৈশব-কৈশোর কেটেছে ক্ষেতখামারের কাজে সহযোগিতা করে।
পরে ১৯৪৮ সালে লিয়াং জুন ট্রাক্টরচালকদের প্রশিক্ষণ ক্লাসে ভর্তি হন। ট্রাক্টরচালকদের প্রশিক্ষণ ক্লাসে সর্বমোট ৭১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে একমাত্র নারী ছিলেন তিনিই। সেখান থেকেই তিনি ট্রাক্টর চালানো শেখেন। প্রশিক্ষণ শেষ করে দেশের প্রথম নারী ট্রাক্টরচালক হন লিয়াং জুন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম