ছুরির আকার পরিবর্তন করছে যুক্তরাজ্যের ছুরি তৈরির কোম্পানি 'ভিনার্স'। ছুরি অপরাধ বিষয়ক একটি পরিসংখ্যান প্রকাশ পাওয়ার পরই এ সংক্রান্ত অপরাধ মোকাবিলায় 'ভিনার্স' ছুরির আকার পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
প্রতিষ্ঠানটি বলছে, ছুরির অপরাধের পরিসংখ্যান এবং সরকারের নতুন আইনের প্রতিক্রিয়া হিসাবে ছুরির আকার পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বর্গাকারসহ নতুন পরিসরে ছুরির নকশা তৈরি করছে।
গত অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ছুরি অপরাধটি ইংল্যান্ড এবং ওয়েলসে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জুন পর্যন্ত ১২ মাসের মধ্যে ছুরি বা একটি ধারালো সরঞ্জাম জড়িত প্রায় ৪৪ হাজার অপরাধ রেকর্ড করেছে পুলিশ।
দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) জানিয়েছে, ছুরি জড়িত অপরাধের সংখ্যাটি ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে ছিল। এই ধরণের অপরাধ আগের বছরের তুলনায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ