পাকিস্তানে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস ও তুষারধসে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
জানা গেছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে তুষারধসে অন্তত ৭৭ জন নিহত ও ৯৪ জন আহত হয়েছে। তুষারধসে বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েই মূলত এ প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরো ১০ জন। ধারণা করা হচ্ছে তাদের কেউ বেঁচে নেই। এছাড়া অতি বৃষ্টিপাতের ফলে বেলুচিস্তান প্রদেশে কমপক্ষে ১৫ জন মারা গেছে। সব মিলিয়ে বৈরী আবহাওয়ায় শতাধিক প্রাণহানি হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম জানায়, গত কয়েকদিন ধরেই পাকিস্তানের আবহাওয়া বৈরী। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলাম উপত্যকার প্রবল তুষারপাত হয়েছে। তুষারধসে চাপা পড়েছে অনেক বাড়িঘর। এতে ঘরের ভেতরে থাকা অনেকের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এরসঙ্গে গত কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যায়ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/শফিক