সাংবাদিকরা খবর করেন, কিন্তু খবর করতে গিয়ে এই পাকিস্তানি সাংবাদিক নিজেই খবরের বিষয় হয়ে উঠেছেন। যদিও পাকিস্তানি সাংবাদিক চাঁদ নবাব তার অনবদ্য সংবাদ প্রচারের জন্য নেটিজেনদের সর্বকালের প্রিয় সাংবাদিক। এবার পাকিস্তানের অন্য একজন সাংবাদিকও তার অনবদ্য পোশাকের জন্য নজর কেড়েছেন নেটিজেনদের। যা রুপালি পর্দায়ও উঠে এসেছে।
এবার লাহোরের জিও নিউজে একটি অনুষ্ঠানে জন্য সম্রাট এর পোশাক পরে হাতে তলোয়ার নিয়ে রিপোর্টিং করেছেন সাংবাদিক আমিন হাফিজ। এর আগে পশু বাণিজ্য বিষয়ে খবর সম্প্রচার করার সময় তিনি গাধার পিঠে বসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। এবার সম্রাটের পোশাকে আবার আমিন হাফিজ আলোচনায় উঠে আসলেন। সবাই বলছে এই সাংবাদিক এবার টক্কর দেবেন চাঁদ নবাবকে।
পাকিস্তানের অন্য একজন সাংবাদিক এই ভিডিওটি তার টুইটারে প্রকাশ করেন। তারপর থেকে কয়েক লক্ষ লাইক পেয়েছে এই ভিডিওটি। আলোচনায় উঠে আসার পাশাপাশি টুইচটি শেয়ার করা হয়েছে অনেকবার। সূত্র : কলকাতা টাইমস এর। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন..!
বিডি-প্রতিদিন/শফিক