২৮ জানুয়ারি, ২০২০ ০২:১৫

আফগানিস্তানে মার্কিন বিমান দুর্ঘটনার পেছনে তালেবান, বেঁচে নেই কেউ

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে মার্কিন বিমান দুর্ঘটনার পেছনে তালেবান, বেঁচে নেই কেউ

ফাইল ছবি

আফগানিস্তানে যাত্রীবাহী বিমান ভেঙে পড়ার ঘটনার দায় স্বীকার করল তালেবান। সোমবার ঘটনার কয়েক ঘন্টা পরই দায় স্বীকার করেছে তালেবানরা। ঘটনাস্থল মূলত সরকারবিরোধীদের দ্বারাই নিয়ন্ত্রিত বলে জানা গেছে।

পাস্তো ভাষায় তালিবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানিয়েছেন, আমেরিকার যাত্রীবাহী একটি বিমান গজনিপ্রদেশে ভেঙে পড়েছে। পাশাপাশি এও বলেন যে, বিমানের কর্মীদের সকলেরই মৃত্যু হয়েছে।

ন্যাটো-র পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য না এলেও শীঘ্রই তা আসবে বলেই মনে করা হচ্ছে। গজনিপ্রদেশ মুলত তালেবান জঙ্গিদের দ্বারাই নিয়ন্ত্রিত বলে জানা গেছে। আরিয়ানা এয়ারলাইন্সের ৩৫৮ নং বিমানটি সোমবার আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল।
 
কাবুলের দক্ষিণ পশ্চিমে দে ইয়াক জেলার সাদো এলাকায় ভেঙে পড়ে বিমানটি। ওই অঞ্চলটি তালেবান অধ্যুষিত। জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১ টা ১০ নাগাদ ভেঙে পড়ে ওই বিমানটি। তবে এখনও জানা যায়নি বিমানটি মিলিটারি না বাণিজ্যিক।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর