১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪০

কাশ্মীর ইস্যু, জাতিসংঘকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ভারত!

অনলাইন ডেস্ক

কাশ্মীর ইস্যু, জাতিসংঘকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ভারত!

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ভারত। কেননা, জম্মু-কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাব তাৎক্ষণিক নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। খবর দ্য হিন্দুর।

প্রতিবেদনে বলা হয়, চার দিনের সফরে পাকিস্তান এসে জাতিসংঘ মহাসচিব  রবিবার এই মধ্যস্থতার প্রস্তাব দেন।

গুতেরেস বলেন, তিনি তার দফতরকে প্রস্তাব দিয়েছেন এবং ‘মধ্যস্থতার বিষয়ে যদি উভয় দেশ সম্মত হয় তাহলে সহযোগিতা করতে প্রস্তুত আছেন’।

প্রতিক্রিয়ায় রবিবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘অবৈধ এবং জোরপূর্বক পাকিস্তান কর্তৃক দখলকৃত ভূখণ্ড খালি করার মধ্য দিয়ে এই (জম্মু-কাশ্মীর) বিষয়টি সমাধান করা প্রয়োজন।’

‘এরপর যদি কোনও বিষয় থাকে সেটা দ্বিপক্ষীয়ভাবে আলোচনা হতে পারে। এখানে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা করার কোনও সুযোগ নেই’ মনে করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ অবসানে বিশ্বাসযোগ্য, টেকসই এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে পাকিস্তানের আবশ্যিক ভূমিকার ওপর জাতিসংঘ মহাসচিব জোর দেবেন বলে আশা করে নয়াদিল্লি।

এদিন জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, তিনি ‘অত্যন্ত উদ্বিগ্ন’।

সামরিক পদক্ষেপ এবং বক্তব্য প্রদানের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানকে উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানান তিনি।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর