২৪ ফেব্রুয়ারি, ২০২০ ২২:১৬

সিরিয়ায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

সিরিয়ায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত

সিরিয়ার দামেস্কে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ‘ইসলামি জিহাদ’-এর দুই সদস্য শহীদ হয়েছেন।

ইসলামি জিহাদ সোমবার এক বিবৃতিতে বলেছে, দখলদার ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডের ভেতর প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে লড়াইয়ে ব্যর্থ হয়ে এখন ভিন্ন দেশে হামলা চালাচ্ছে। এর মাধ্যমে দখলদার বাহিনীর দুর্বলতা স্পষ্ট হয়েছে। শহীদ দুই ফিলিস্তিনির নাম হচ্ছে সালিম আহমাদ সালিম এবং যিয়াদ আহমাদ মানসুর।

দখলদার বাহিনী গতরাতে জঙ্গিবিমান থেকে দামেস্কে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়।

বর্বর ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনিসে এক ফিলিস্তিনিকে হত্যা করে মরদেহ বুলডোজার দিয়ে পিষে দেয়ার পর গতরাতে ইসরায়েলে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামি জিহাদ। এরপরই গাজা ও সিরিয়ায় ইসলামি জিহাদের ওপর হামলা চালায় দখলদারেরা।

গাজার প্রতিরোধ সংগঠন ‘ইসলামি জিহাদ’ এর আগে এক বিবৃতিতে জানিয়েছে, শহীদদের রক্তের বদলা নেয়া হবে। 

হামাসের মুখপাত্র ফাওজি বারহুম গাজায় এক ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়ে বলেছেন, যাকে শহীদ করা হয়েছে তার হাতে কোনো অস্ত্র ছিল না। তাকে হত্যা করে জঘন্য অপরাধ করেছে ইসরায়েলিরা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর