বিশ্বের বিভিন্ন বড় কোম্পানিতে বিনিয়োগ করা ৮০০ কোটি ডলার অর্থ তুলে নিচ্ছে সৌদি আরব। করোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যয় সংকোচনে এমনটাই পদক্ষেপ নিচ্ছে সৌদি সার্বভৌম তহবিল। এই তহবিলের বেশির ভাগ বিনিয়োগ হচ্ছে পশ্চিমা বিশ্বে।
বোয়িং, ফেসবুকের মতো বড় বড় কোম্পানিতে শত শত কোটি ডলার বিনিয়োগ রয়েছে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের। এছাড়াও চলতি বছরের শুরুতে ওয়াল্ট ডিজনি ও স্টারবাকস, ম্যারিয়ট ও সিটি গ্রুপের মতো বিশাল বিশাল কোম্পানির ৭৭০ কোটি ডলারের শেয়ার কেনে সৌদি। নামকরা তেল কোম্পানি বিপি, টোটাল ও রয়্যাল ডাচ শেলেও রয়েছে সৌদি শেয়ার
সূত্রের খবর, করোনা পরিস্থিতি এবং তেল দামের ধসের কারণে অর্থনৈতিকভাবে চাপে আছে দেশটি। এর মধ্যে সংকট মোকাবিলায় মূল্য সংযোজন কর দ্বিগুণ করেছে সৌদি সরকার। একই সঙ্গে বেসামরিক কর্মচারীদের মাসিক ভাতাও স্থগিত করা হয়েছে। ব্যয় কমাতে নেয়া হয়েছে আরও পরিকল্পনা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ