১৬ জুলাই, ২০২০ ১৪:৫৬

উত্তেজনার মাঝেই দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের সামরিক মহড়া!

অনলাইন ডেস্ক

উত্তেজনার মাঝেই দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের সামরিক মহড়া!

দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে চলমান উত্তেজনার মাঝেই সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। মহড়াটিতে বৃহস্পতিবার তাইওয়ানের মধ্য শহর তাইচংয়ে গোলাবারুদ নিক্ষেপ করে দেশটির সামরিক বাহিনী। খবর আলজাজিরা'র। 

চীনা আধিপত্যকে সতর্কবার্তা দিতে শুরু হওয়া সামরিক মহড়াটি প্রত্যক্ষ করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। পাঁচদিন ধরে চলা যুদ্ধ প্রস্তুতি নিয়ে এই মহড়া শেষ হবে শুক্রবার। 

বুধবার সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপ করে তাইওয়ান নৌ বাহিনী। গত ১৩ বছরের মধ্যে এই প্রথম বার্ষিক সামরিক মহড়ায় এই মারণাস্ত্র নিক্ষেপ করল দেশটি।

গত কয়েক মাসে তাইওয়ানের বিমান প্রতিরক্ষা জোনে চীনা সামরিক বিমান বারবার অভিযান চালায় বলে অভিযোগ দ্বীপরাষ্ট্রটির সরকারের। এদিকে দক্ষিণ চীন সাগরে গুরুত্বপূর্ণ এলাকায় চীন সরকার নিজেদের অধিকার দাবি করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর