১২ আগস্ট, ২০২০ ১৯:০৪

বেলারুশে নির্বাচনে কারচুপির অভিযোগে করা বিক্ষোভে পুলিশের গুলি

অনলাইন ডেস্ক

বেলারুশে নির্বাচনে কারচুপির অভিযোগে করা বিক্ষোভে পুলিশের গুলি

বেলারুশে নির্বাচনে কারচুপির অভিযোগকে ঘিরে যে তীব্র বিক্ষোভ চলছে, তা আরও সহিংস হয়ে উঠছে। আজ পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে বলে স্বীকার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণাঞ্চলীয় শহর ব্রেস্টে এই ঘটনা ঘটেছে। খবর বিবিসি বাংলার।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, বিক্ষোভকারীরা লোহার রড দিয়ে পুলিশের ওপর হামলা করে। তখন আত্মরক্ষার্থে পুলিশকে গুলি চালাতে হয়। রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট লুকাশেংকো নিজেকে পুননির্বাচিত ঘোষণা করেন। কিন্তু ইইউ বলছে, এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু ছিল না।

এদিকে বেলারুশের সরকারি টেলিভিশনে কাজ করেন এমন দুই সংবাদ উপস্থাপক পদত্যাগ করেছেন।এদের একজন পদত্যাগের কারণ বলেননি। তবে অপরজন বলেছেন, টেলিভিশনের পর্দায় হাসিমুখ নিয়ে তিনি আর হাজির হতে পারছিলেন না। তিনি আরো বলেছেন, তিনি মোটেই ভীত নন। টানা তৃতীয় দিনের বিক্ষোভে গত রাতে আরও এক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর