আফগানিস্তানে তালেবান হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলের তাকহার প্রদেশে ও উত্তর-পূর্বাঞ্চলের বাদাকাহসান প্রদেশে এসব হামলা হয়েছে। এতে ঘটনাস্থলেই ১৪ নিরাপত্তা সদস্য প্রাণ হারান বলে জানা যায়।
অন্যদিকে রাজধানী কাবুলে শক্তিশালী ম্যাগনেটিক বোমা হামলা চালায় অস্ত্রধারীরা। এ ঘটনায় একজন নিহত এবং চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেন শহরের এক পুলিশ মুখপাত্র। তবে কাবুলের হামলায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এমন নৃশংস হামলায় নিন্দা জানিয়ে সশস্ত্র তালেবান গোষ্ঠীকে অস্ত্র রাখার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে আন্তঃআফগান শান্তি আলোচনায় বসতে সশস্ত্র গোষ্ঠীকে ভেবে দেখতেও বলেন তিনি।
এদিকে, আফগান ন্যাশনাল আর্মি (এএনএ) এক বিবৃতিতে দাবি করেছে, আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে বিমান হামলায় গত (২১ তারিখ) শুক্রবার অন্তত ১১৪ তালেবান সদস্য নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার