এবার বিতর্কে জড়ালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু। তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছেন ডানা কাসেদি নামের এক প্রাণী অধিকার কর্মী। খবর টাইমস অব ইসরায়েল ও স্পুটনিক এর।
জানা গেছে, ১৯ বছরের তরুণী ডানা জনপরিসরে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ এনে মঙ্গলবার এ মামলা দায়ের করেন। তরুণীর দায়ের করা মামলায় ১ লাখ ৪৭ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ইসরাইলের জাতীয় নির্বাচনের ১০ দিন আগে ইয়াইর নেতানিয়াহুর বাবার প্রতিদ্বন্দ্বি বেনি গ্যান্তেজের সঙ্গে আমার অনৈতিক সম্পর্কের কথা জানিয়ে ছবিসহ টুইট করেন।
এর আগে এক টুইট পোস্টে নেতানিয়াহুর ছেলের মাধ্যমে যৌন হয়রানির অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মামলা করার কথা জানিয়েছিলেন ডানা কাসেদি।
সেখানে দেশটির বিরোধী দলীয় নেতা বেনি গ্যান্তেজের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা প্রচার করেছিলেন নেতানিয়াহুর ছেলে। এ নিয়ে এবার উল্টো ফেঁসে যাচ্ছেন ইয়াইর নেতানিয়াহু নিজেই।
বিডি-প্রতিদিন/শফিক