ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। রবিবার বিকেলে রাজধানী শ্রীনগর লাগোয়া রাংগরেথ এলাকায় রাজ্য পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযানে নিহত হয়েছে কাশ্মীরি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার সাইফুল্লা মির ওরফে গাজি হায়দার।
পুলিশের দাবি, আবাসিক এলাকার একটি বাড়িতে এখনও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেখান থেকেই গুলি চালাচ্ছে তারা। বাড়িটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।
স্থানীয় সূত্রের খবর, আহত এক জঙ্গি ইতোমধ্যেই ধরা পড়েছে। অন্ধকারের সুযোগে জঙ্গিরা যাতে পালাতে না পারে, তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে অভিযানের জন্য আনা হচ্ছে বাড়তি বাহিনী।
গত মে মাসে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর অভিযানে কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের প্রধান রিয়াজ নাইকুর মৃত্যু হয়। তার পরেই উপত্যকায় সংগঠনের দায়িত্ব পায় সাইফুল্লা।
পুলিশ জানিয়েছে নির্দিষ্ট খবরের ভিত্তিতে এ দিন বিকেলে রংগরেথ এলাকায় তল্লাশি অভিযান হয়। সাইফুল্লাসহ কমপক্ষে চার জঙ্গি যে বাড়িতে লুকিয়েছিল যৌথবাহিনী সেটি ঘিরে ফেলে তাদের আত্মসমর্পণ করতে বলে।
জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা আবাসিক এলাকার ওই বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে তথ্য পেয়েছে। নিরাপত্তা বাহিনীর তরফে হ্যান্ডমাইকে আত্মসমর্পণ করতে বলা হয় জঙ্গিদের। কিন্তু তারা গুলি ছুড়তে শুরু করে। গুলিতেই জবাব দেন আমাদের জওয়ানেরা।
বিডি প্রতিদিন/আবু জাফর