রোমানিয়ায় একটি করোনাভাইরাস চিকিৎসার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও সাতজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।
স্থানীয় জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ দলের মুখপাত্র ইরিনা পোপার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনায় আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। এছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনীও কাজ করছে।
দীর্ঘদিন ধরে পিয়াত্রা নিমট আঞ্চলিক জরুরি হাসপাতালে অব্যবস্থাপনা চলছে বলে জানা গেছে। রোগীদের যথাযথ চিকিৎসা দিতে না পারার দায়ে গত তিন সপ্তাহ আগে হাসপাতালটির পরিচালক পদত্যাগ করেন।
বিডি প্রতিদিন/এমআই