২৬ নভেম্বর, ২০২০ ২১:৩৪

তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা: ৩৩৭ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা: ৩৩৭ জনের যাবজ্জীবন

অভ্যুত্থানের চেষ্টার পর সরকার সমর্থকরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। ফাইল ছবি

২০১৬ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সরকারকে উৎখাতে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল। সেই ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সাবেক পাইলট ও অন্যান্য অভিযুক্তসহ ৩৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত এ রায় ঘোষণা করে। 

২০১৬ সালের ১৫ জুলাই দেশটির রাজধানী আঙ্কারার পাশের একটি বিমান ঘাঁটি থেকে সরকার উৎখাতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের অভিযোগে প্রায় ৫০০ জনকে আসামি করা হয়েছিল বলে এএফপি জানিয়েছে।

ট্যাংক, হেলিকপ্টার ও যুদ্ধবিমান নিয়ে সেনাদের প্রধান সরকারি দফতরের নিয়ন্ত্রণ নেওয়ার ওই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় তখন প্রাণ হারান ২৬৫ জন। এর মধ্যে অভ্যুত্থানকারী ছিলেন ১০৪ জন। বাকিরা পুলিশ ও বেসামরিক লোক।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আজকের রায় হওয়া মামলায় মোট আসামি ছিলেন ৪৭৫ জন। যাদের ৩৬৫ জন ছিলেন পুলিশ হেফাজতে। এই মামলায় ১০ জন বেসামরিক লোককেও আসামি করা হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর