নভেম্বর মাসে অবরুদ্ধ পশ্চিমতীরে জোরপূর্বক প্রবেশ করে ৪১৩ ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী। এর মধ্যে জেরুজালেম থেকে আটক করা হয়েছে সবচেয়ে বেশি ১৫৭ ফিলিস্তিনিকে। আটকৃতদের মধ্যে ৪৯ শিশু এবং ৭ জন নারী রয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) ফিলিস্তিনের বেসরকারি সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহ'র।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ডিটেইনিস এবং এক্স ডিটেইনিস কমিশন, প্যালেস্টানিয়ান প্রিজনার সোসাইটি, আদামির প্রিজনার্স সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং ওদি হিলওয়ে ইনফরমেশন সেন্টার যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলের বন্দিশালায় ৪ হাজার ৪০০ ফিলিস্তিনি বন্দি আছে। তাদের মধ্যে ৪১ জন নারী, ১৭০ জন শিশু রয়েছে। ৩৮০ জনকে কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল