৯ মার্চ, ২০২১ ১৫:০৭

নিজস্ব প্রযুক্তির হোভারক্রাফ্ট শিগগিরই যুক্ত হচ্ছে ইরানের নৌ-বাহিনীতে

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রযুক্তির হোভারক্রাফ্ট শিগগিরই যুক্ত হচ্ছে ইরানের নৌ-বাহিনীতে

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হোভারক্রাফ্ট খুব শিগগিরই নৌ-বাহিনীতে যুক্ত হবে। এ তথ্য জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি।

সোমবার সামরিক কমান্ডারদের এক সমাবেশে তিনি আরও বলেন, নতুন ফার্সি বছরেই আমাদের তরুণ বিশেষজ্ঞদের তৈরি হোভারক্রাফ্ট নৌ-বাহিনীতে যুক্ত হবে। তরুণ ও ঈমানদার বিজ্ঞানীদের সহযোগিতায় নৌ-বাহিনী সামরিক সরঞ্জামের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে।

খানজাদি বলেন,নৌ-বাহিনী ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রেও অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। সব ইউনিটকেই ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে।

এ সময় তিনি নৌ-বাহিনীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাহাজের সংযুক্তির কথা তুলে ধরে বলেন, ভ্রাম্যমাণ বন্দর হিসেবে খ্যাত এই বিশাল জাহাজের সংযুক্তি গোটা জাতি ও সামরিক বাহিনীর জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে তার বাহিনী পবিত্র দায়িত্ব বলে মনে করে এবং এই দায়িত্ব পালনে তারা কুণ্ঠাবোধ করবেন না।

গত জানুয়ারিতে ইরানের নৌ-বাহিনীতে ‘মাকরান’ নামের সর্ববৃহৎ জাহাজ যুক্ত হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর