সেনা অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভে উত্তাল মিয়ানমার। এমন পরিস্থিতির মাঝেই দেশটিতে দেখা দিয়েছে খাদ্য ও জ্বালানি সংকট। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
মিয়ানমারের রাজনীতি বিশ্লেষণ বিষয়ক একটি সংস্থা জানিয়েছে, মিয়ানমারে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। ১ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ১৮০ জন মানুষের মৃত্যু হয়েছে। গত রবিবার এক দিনেই দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত ৫০ জন বিক্ষোভকারীর। সোমবার প্রাণ হারান আরও ২০ জন।
অপর এক মানবাধিকার সংগঠন জানিয়েছে, গত সোমবার মৃতদের অধিকাংশ বিক্ষোভকারী হলেও, এমন অনেকেই প্রাণ হারিয়েছেন, যারা বিক্ষোভে অংশ নেননি। গতকাল বুধবার (১৭ মার্চ) ইয়াঙ্গনে নিরাপত্তাবাহিনীর গুলিতে বাড়ির ভিতরে থাকাকালীন মৃত্যু হয়েছে দুই নারীর। সব মিলিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি রীতিমতো রক্তাক্ত।
এমন সংকটময় পরিস্থিতিতে রীতিমতো বিপাকে পড়েছে মিয়ানমারের নিম্নআয়ের মানুষরা। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্যের দাম মাত্রাতিক্ত বৃদ্ধি পেয়েছে, কোনও কোনও জায়গায় ২৫ থেকে ৩০ শতাংশ। সাধারণ মানুষের প্রধান খাবার ভাত বা চালের দাম বিভিন্ন বাজারে ৩ শতাংশ বেড়েছে। দেশজুড়ে জ্বালানির দাম বেড়েছে অন্তত ১৫ শতাংশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত