৯ এপ্রিল, ২০২১ ০২:৫১

চীনকে বাক স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান ইইউয়ের

অনলাইন ডেস্ক

চীনকে বাক স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান ইইউয়ের

চীনকে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ক্রমাগত হুমকির মুখে থাকা বিবিসির এক সাংবাদিক তাইওয়ানে স্থানান্তরিত হওয়ার পর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে চীন।

জন সুডওয়ার্থ নামের ওই সাংবাদিক বিবিসি রেডিওকে বলেন, তিনি পরিবারের সাথে চলে এসেছেন, কারণ ওই দেশে থাকা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

তবে বেইজিং কোনও হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছে।

ইইউ বলেছে, হুমকির মুখে চীন থেকে বিদেশি সাংবাদিক চলে যাওয়ার সর্বশেষ ঘটনা এটা। গত বছর কমপক্ষে ১৮ জন সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে বারবার চীনা কর্তৃপক্ষের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ।

ইইউয়ের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেন, সীমান্তজুড়ে তথ্য প্রদান এবং ইইউ ও চীনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে পররাষ্ট্র সংবাদদাতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর