১৮ এপ্রিল, ২০২১ ০১:৪৬

আইএসের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ অর্থ-সম্পদ জব্ধ

অনলাইন ডেস্ক

আইএসের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ অর্থ-সম্পদ জব্ধ

ইরাকের মসুলে জঙ্গি সংগঠন আইএসের গোপন আস্তানা থেকে ১৬ লাখ ডলার ও বিপুল পরিমাণ স্বর্ণ এবং রূপার মুদ্রা উদ্ধার করা হয়েছে। মসুলে ধ্বংসস্তুপের তিন মিটার নিচে প্লাস্টিকের ড্রামের ভিতর লুকানো ছিল এসব অর্থ ও সোনা-রূপার মুদ্রা। উদ্ধারকৃত অর্থ-সম্পদ ক্ষতিপূরণ হিসেবে জব্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

দীর্ঘদিন জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে থাকা ইরাকের প্রাচীন শহরটিতে নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচ থেকে এসব অর্থ-সম্পদ উদ্ধার করে পুলিশকে দেয়। পরে এ ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হলে এগুলোকে ক্ষতিপূরণ হিসেবে জব্ধ করার আদেশ দেন আদালত। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর