আলোচনা শুরুর বিষয়ে নয়া দিল্লির সঙ্গে ইসলামাবাদের পরোক্ষ বা গোপন কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ। খবর পার্সটুডের।
আজ রবিবার এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের জিয়ো নিউজ চ্যানেলকে এমনটাই জানান। মুয়িদ আরও বলেন, ভারত আস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এ কারণে দুই পক্ষের যোগাযোগ বন্ধ।
উল্লেখ্য, জম্মু-কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে দেয় পাকিস্তান এবং এই ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে। এরপর আর সম্পর্কের উন্নতি ঘটেনি।
বিডি-প্রতিদিন/শফিক