আফগানিস্তানের মাজার-ই-শরিফ থেকে জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় কূটনীতিকদের। তালেবানের হামলার আশঙ্কায় বিশেষ বিমানে তাদের ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।
মঙ্গলবার এ বিষয়ে বিশেষ বার্তা জারি করা হয়েছে ভারতীয় দূতাবাস থেকে। বলা হয়েছে, উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহর ও তার আশপাশে থাকা ভারতীয়রা যেন ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে উঠে পড়েন। রাতেই সেই বিশেষ ফ্লাইট ভারতে ফিরবে।
এর আগে গত ১০ জুলাই কান্দাহার কনস্যুলেট বন্ধ করে প্রায় ৫০ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
কাবুল দূতাবাস ছাড়াও আফগানিস্তানে ভারতের মোট চারটি কনস্যুলেট রয়েছে। ভারতীয় সেনা কর্মকর্তারা সেখানে আফগান সেনা ও পুলিশকে ট্রেনিং দেওয়ার দায়িত্বে থাকেন। সব কর্মকর্তাদের ফিরিয়ে আনা হবে কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে সরিয়ে আনার কাজ দ্রুত শুরু হবে বলেই খবর।
এর আগে দু'টি শহরের কনস্যুলেটের কাজ আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এ বার বন্ধ করে দেওয়া হল এই মাজার-ই-শরিফের কনস্যুলেটের কাজ।
মঙ্গলবার সেই কনস্যুলেট থেকে এক টুইট বার্তায় বলা হয়, রাতে ভারতীয় বিমানবাহিনীর এক বিশেষ বিমান নয়াদিল্লি রওয়ানা হবে। মাজার-ই-শরিফে কর্মরত কূটনীতিক, দূতাবাস কর্মী ও শহরের অন্যান্য ভারতীয়রা সেই বিমানে যেন দেশে ফিরে যান।
উজবেকিস্তানের সীমান্তবর্তী এই শহরও এখন মোটেই নিরাপদ নয়। মাজার-ই-শরিফের কাছাকাছি তিন বড় শহর কুন্দুজ, আইবক ও শেবারঘানের দখল তালেবানদের হাতে চলে গেছে। তাদের নজরে এবার আফগানিস্তানের চতুর্থ বড় শহর মাজার-ই-শরিফ। স্বাভাবিক কারণেই ভারত কোনো ঝুঁকি নিতে চাইছে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন