রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক বিরোধী নেতা আলেক্সেই নাভালনি আবারো বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি রাশিয়ার কারাগারকে চীনের শ্রমশিবিরের সঙ্গে তুলনা করেছেন।
নাভালনিকে দৈনিক আট ঘণ্টা সরকারি টেলিভিশন চ্যানেল দেখতে বাধ্য করছে কর্তৃপক্ষ বলে অভিযোগ করা হয়েছে। চলতি সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের কাছে লেখা এক চিঠিতে তিনি কারাগারে পাওয়া মানসিক শাস্তির বিবরণ দিয়েছেন।
নাভালনি জানিয়েছেন, কারারক্ষীরা তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা রাষ্ট্রীয় প্রচারযন্ত্র দেখতে বাধ্য করছে, বই পড়া কিংবা লেখালেখির কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, কোনো বন্দি ঘুমিয়ে পড়লে তাকে ডেকে তোলা হচ্ছে।
নাভালনি দাবি করেছেন, কারাগারে চলছে মগজধোলাই ও প্রোপাগান্ডা ছড়ানোর ‘মানসিক সহিংসতা’। উল্লেখ্য, রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত সর্বোচ্চ সুরক্ষিত কারাগার পোকরভে রাখা হয়েছে নাভালনিকে।
বিডি-প্রতিদিন/শফিক