যুক্তরাষ্ট্রের অনুরোধে ঝুঁকির মুখে পড়া আফগান নাগরিক যারা দেশত্যাগ করছে আলবেনিয়া তাদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে সম্মত হওয়ার পর, আফগানিস্তান থেকে ১২১ জন বাস্তুচ্যুতদের প্রথম দল শুক্রবার ভোরে আলবেনিয়ায় পৌঁছেছে।
আলবেনিয়া প্রথম দেশগুলির মধ্যে একটি যারা ঝুঁকির সম্মুখীন আফগানদের নিতে সম্মত হয়েছিল। প্রাথমিকভাবে তারা বলেছিল কয়েকশ আফগান বাস্তুচ্যুতদের তারা আশ্রয় দেবে , তবে পরে সেই সংখ্যাটি চার হাজার পর্যন্ত বাড়ানো হয়।
আফগান বাস্তুচ্যুতদের স্বাগত জানানোর সময় আলবেনিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইউরি কিমও উপস্থিত ছিলেন। শরণার্থীদের সাদরে গ্রহণ করার জন্য আলবেনিয়াকে তিনি ধন্যবাদ জানান।
আলবেনিয়ার কর্মকর্তারা জানান, ১২১ জনের প্রথম দলটিতে ছিল নাগরিক সমাজের সক্রিয়কর্মী এবং অন্যান্য, যাদের মধ্যে কিশোর এবং ১১ জন শিশু রয়েছে। দেশটির রাজধানী তিরানা থেকে প্রায় সাড়ে ২৩ মাইল দূরে উপকূলীয় শহর দুরেসের কাছে তিনটি হোটেলে তাদের সাময়িকভাবে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা